Home বিনোদন পুরুষ অভিনেতাদের ‘ইগো’ সামলে টিকে থাকা বড় চ্যালেঞ্জ: জাহ্নবী কাপুর

পুরুষ অভিনেতাদের ‘ইগো’ সামলে টিকে থাকা বড় চ্যালেঞ্জ: জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক: সিনেমার পরিবারে জন্ম হলেও বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের প্রতিভা প্রমাণের পাশাপাশি সহকর্মীদের ‘ইগো’ সামলে চলাটাই এখন তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার যৌথ সঞ্চালনায় একটি টক শো-তে এসে এমন অভিজ্ঞতার কথা খোলামেলা ভাবে জানিয়েছেন তিনি।

জাহ্নবী বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অভিনেতাদের ইগো সামলে চলতে হয়। আমি এখন এটা খুব ভালোভাবে বুঝে গেছি। তাই আমি বেশিরভাগ সময় নিজেকে প্রমাণ করার চেষ্টায় যাই না, বরং বোকা হয়ে থাকার ভান করি। এতে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যায়।”

অভিনেত্রী আরও জানান, নতুন কোনো প্রজেক্টে কাজের সময় তিনি প্রথমেই নিজের পারফরম্যান্স দেখানোর চেয়ে বরং বলেন, “আমি বুঝতে পারছি না কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব।” তার মতে, এভাবেই অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি এড়িয়ে ইন্ডাস্ট্রিতে নিরাপদ থাকা যায়।

জাহ্নবীর বক্তব্যের প্রসঙ্গে টুইঙ্কেল খান্না নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি বলেন, “নয়ের দশকে যখন আমি অভিনয়ে এলাম, তখনো একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। নতুন হিসেবে অনেক কিছুই বুঝতাম না, কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা নিয়েও দ্বিধায় থাকতাম।”

জাহ্নবী বলেন, “আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সুযোগ থাকলেও সবসময় পরিস্থিতি সামলে চলতে হয়। পেশাগত জীবনে নিজেকে রক্ষা করতে গেলে কাউকে আঘাত না করে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হয়।”

সম্প্রতি জাহ্নবী অভিনীত ধর্মা প্রোডাকশনের ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফের সঙ্গে অভিনীত এই ছবি ইতিমধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে।