চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশস্থ খ্যাতনামা ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও অফিসার-স্টাফদের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (২৯ অক্টোবর) স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান জনাব আশরাফুল হক খান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব জনাব মো. গোলজার আলম (আলমগীর)।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক তৌকির সার্জিল।
প্রধান অতিথি আশরাফুল হক খান স্বপন বলেন, “শরীর ও মনে সতেজতা বজায় রাখতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। একাডেমিক কাজে নিবেদিত শিক্ষক ও স্টাফদের জন্য এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক, যা কর্মোদ্যম ও সৃষ্টিশীলতার পরিধি বাড়ায়।”
তিনি আরও বলেন, “শিক্ষাঙ্গনে সুস্থ প্রতিযোগিতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্কুল উপাধ্যক্ষ জনাব ই.ইউ.এম ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ জনাব মুহাম্মদ জসীম উদ্দীন, ডিরেক্টর (সিপিডি) জনাব নন্দন মিত্র, মিডল স্কুল চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শাখাওয়াত হোছাইন, অনুষ্ঠানের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, শিক্ষক বাবলি আসাম, অন্বেষা চাকমাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রাণবন্ত পরিবেশে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি










