Home সারাদেশ কাঞ্চন এক্সপ্রেসের ধাক্কায় নিঃশব্দে শেষ হলো ৬৫ বছরের জীবনের গল্প

কাঞ্চন এক্সপ্রেসের ধাক্কায় নিঃশব্দে শেষ হলো ৬৫ বছরের জীবনের গল্প

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও: সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় রবিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

নিহত দিনেশ শর্মা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার নাপিতপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি পারিবারিক কাজে ওই এলাকায় যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন চিলারং এলাকায় পৌঁছালে দিনেশ শর্মা ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা স্থানীয়রা নিশ্চিতভাবে বলতে পারছেন না।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ মর্গে পাঠায়। স্থানীয়রা দুর্ঘটনার কারণে শোক প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন।