Home সারাদেশ বেপরোয়া গতির মাশুল: কবিরহাটে অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় নিহত ৫

বেপরোয়া গতির মাশুল: কবিরহাটে অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় নিহত ৫

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: কবিরহাটে এক ভয়াবহ দুর্ঘটনায় নিভে গেল পাঁচটি প্রাণ। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

আহত হয়েছেন আরও একজন, যিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কীভাবে ঘটল দুর্ঘটনা

পুলিশ জানায়, বিকেলের ব্যস্ততম সময়ে দ্রুতগামী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। মুহূর্তেই রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে রক্ত, ভাঙা লোহা আর অসহায় আর্তনাদ। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি, বিস্তারিত পরে জানানো হবে।”

নীরব রাস্তায় মৃত্যু

ঘটনার পর মুহূর্তেই থমকে যায় কবিরহাট-বসুরহাট সড়ক। ভয়ে থমকে যায় চলাচল, জড়ো হয় অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, “একটা শব্দের পর সব শেষ, মানুষ ছিটকে গেল, গাড়িটা যেন মাটির সঙ্গে মিশে গেল।”

স্থানীয়রা অভিযোগ করেন, এই সড়কে অতিরিক্ত গতি ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচল আগেও বহু দুর্ঘটনার কারণ হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

👉 আপনি কী মনে করেন—এই ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের কী পদক্ষেপ নেওয়া উচিত? মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত।