ধর্ম উপদেষ্টার ডিও লেটার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকাঃ কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীদের জন্য সরকারি বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সোমবার (৪ নভেম্বর) তিনটি আলাদা আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।
ড. খালিদ হোসেন শিক্ষা, আইন ও প্রতিরক্ষা খাতের উপদেষ্টা ও সচিবদের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮ পাশ হয়। আইনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হলেও দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুফল পাচ্ছেন না। এতে কওমি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
ড. খালিদ হোসেন শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য। একইভাবে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে অগ্রাধিকার প্রদানের জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এছাড়া তিনি প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ নিশ্চিত করতে।
উল্লেখ্য, দেশে প্রায় ২০ হাজারের অধিক কওমি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসা থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দাওরায়ে হাদিসের সনদ লাভ করেন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তাদের জন্য শিক্ষাগত ও পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।










