Home বিনোদন আদিত্য থ্যাকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী ভূমি পেডনেকর

আদিত্য থ্যাকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী ভূমি পেডনেকর

ভূমি

বিনোদন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর কি প্রেম করছেন? মুম্বইয়ের বলি পাড়ায় এখন এ নিয়েই জোর আলোচনা। গুঞ্জন বলছে, মহারাষ্ট্রের রাজনীতিক আদিত্য থ্যাকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।

সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় তাদের একান্তে সময় কাটাতে দেখা যায়, আর সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা। দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে বলে জানান উপস্থিত কয়েকজন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের নাম জড়িয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।

রাজনীতিবিদ ও অভিনেত্রীর সম্পর্ক বলিউডে নতুন নয়। এর আগে পরিণীতি চোপড়া বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে, আর স্বরা ভাস্করও সংসার গড়েছেন রাজনৈতিক অঙ্গনের মানুষ ফাহাদ আহমেদকে বিয়ে করে। তাই অনেকেই বলছেন, ভূমিও হয়তো সেই ধারাবাহিকতারই নতুন নাম।

তবে এই গুঞ্জনের বিষয়ে এখনো পর্যন্ত ভূমি বা আদিত্য কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দু’জনই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন। কিন্তু তাদের একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় অনুরাগীরা মনে করছেন, গোপনে কিছু একটা ঘটছে বলেই এই নীরবতা।

ভূমি বর্তমানে কয়েকটি বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে আদিত্য থ্যাকারে রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা রাখছেন। তবুও সময় বের করে একে অপরের সঙ্গে দেখা করা—এই বিষয়টাই বলিউডের আলোচনার কেন্দ্রে এসেছে।

গুঞ্জন সত্যি কি না, তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, ভূমি-আদিত্যর নাম জুটি হিসেবে এখন ইন্ডাস্ট্রির নতুন আলোচিত সংযোজন।