উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “সুস্থ দেহেই গড়ে ওঠে সুস্থ মন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জীবনকে আরও প্রাণবন্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এতে বাস্কেটবল ও ফুটবলে অংশ নিচ্ছে ২৬০ জন শিক্ষার্থী, আর ব্যাডমিন্টন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ৭৩ জন অংশগ্রহণকারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মোহাম্মদ রাসেল ও অন্বেষা চাকমা। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
চলতি বছরের এই আন্ত:হাউজ টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বগুণ ও ক্রীড়া-স্পৃহা আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।