Home খেলাধুলা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালে আন্ত:হাউজ টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালে আন্ত:হাউজ টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

চট্টগ্রাম: প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘আন্ত:হাউজ বাস্কেটবল, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’। সোমবার সকালে প্রেসিডেন্সি মিডল স্কুলের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের সম্মানিত রেক্টর ড. ইমাম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন সিপিডি ডিরেক্টর জনাব নন্দন মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, আর সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক মহসিন রনি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “সুস্থ দেহেই গড়ে ওঠে সুস্থ মন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জীবনকে আরও প্রাণবন্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এতে বাস্কেটবল ও ফুটবলে অংশ নিচ্ছে ২৬০ জন শিক্ষার্থী, আর ব্যাডমিন্টন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ৭৩ জন অংশগ্রহণকারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মোহাম্মদ রাসেল ও অন্বেষা চাকমা। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

চলতি বছরের এই আন্ত:হাউজ টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বগুণ ও ক্রীড়া-স্পৃহা আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি