Home আইন-আদালত পাখি শিকার ও রান্নার ভিডিও ভাইরাল: যুবকের জরিমানা

পাখি শিকার ও রান্নার ভিডিও ভাইরাল: যুবকের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী: কলাপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত পাখি শিকার ও রান্নার ভিডিও ভাইরাল হওয়ায় একজন যুবক দণ্ডিত হয়েছেন। ঘুঘু ও শালিক প্রজাতির এই পাখিগুলি শিকার করে রান্না করে খাওয়ার দৃশ্য নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন বায়েজিদ আমীন (২৭)। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে, যা নজরে আসে প্রশাসন ও বন বিভাগের।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযুক্ত বায়েজিদকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বায়েজিদ প্রায় ২০টি ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করেন এবং তার ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি ভাইরাল হলে তাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় দায়ী করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা মামলার প্রসিকিউশন দাখিল করেন। প্রাণিপ্রেমী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’-এর সদস্যরাও অভিযানে সহায়তা করেন।

স্থানীয় পরিবেশবাদী ও প্রাণিপ্রেমীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি। তাদের বক্তব্য, একটি পাখির জীবন বাঁচানো মানে পুরো একটি বাস্তুতন্ত্রকে রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আইনি ব্যবস্থা মানুষকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করবে।