Home বিনোদন কে-ড্রামায় পা রাখতে আগ্রহী রাশমিকা মান্দানা

কে-ড্রামায় পা রাখতে আগ্রহী রাশমিকা মান্দানা

রাশমিকা

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বলিউড,  সবখানেই নিজের কাজের মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশেষ করে চলতি বছর তার অভিনীত একাধিক সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। এর ফলস্বরূপ তিনি বর্তমানে দেশের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন। এই সময়েই রাশমিকা জানালেন তার এক নতুন কেরিয়ার ইচ্ছের কথা।

সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএস–এর সঙ্গে এক আলাপকালে এই তারকা অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোরিয়ান ড্রামায় (কে-ড্রামা) অভিনয় করতে ভীষণ আগ্রহী।

রাশমিকা মনে করেন, কোরিয়ান ড্রামায় কাজ করাটা তার জন্য একটি ‘দারুণ অভিজ্ঞতা’ হবে। তিনি বলেন, “আমি অবশ্যই কোরিয়ান ড্রামায় কাজ করতে চাই। আমার জন্য সেটা হবে দারুণ অভিজ্ঞতা।”

তবে একই সঙ্গে কাজের ক্ষেত্রে নিজের বাছবিচারের বিষয়টিও স্পষ্ট করেছেন রাশমিকা। তিনি জানিয়েছেন, কাজের প্রস্তাব গ্রহণ করা বা না করা সম্পূর্ণ নির্ভর করবে তাকে নিয়ে কোরীয় নির্মাতারা কী ধরনের চরিত্র বা গল্প ভাবছেন তার ওপর।

অভিনেত্রী বলেন, “তবে, আমাকে নিয়ে তারা কী ধরনের চরিত্র বা গল্প ভাবছেন সেটার ওপরই সবকিছু নির্ভর করবে। কারণ, আপনারা জানেন আমি পর্দায় কী করি, তা নিয়ে কতটা বাছবিচার করি।”

কাজের ক্ষেত্রে রাশমিকার এই বাছবিচারের কারণই তাঁকে সব ইন্ডাস্ট্রিতে সাফল্য এনে দিয়েছে। এখন দেখার বিষয়, ভারতীয় সিনেমার এই জনপ্রিয় তারকা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের এই নতুন স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন কিনা।