Home Third Lead প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

আলী রীয়াজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অধ্যাপক ড. আলী রীয়াজকে তাঁর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকালে অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষর রয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়। ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব এবং বাস্তবায়নের রূপরেখা তৈরির কাজ করে।

কমিশন মোট ১৬৬ সুপারিশের মধ্যে ৮৪টি সংস্কারের বিষয়ে সংলাপ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐকমত্য ঘোষণা করে। ১৭ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করেন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। জুলাই জাতীয় সনদ এই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ।” তিনি আরও উল্লেখ করেন, এই অগ্রগতিতে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলোর মত ও পথের পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যাশা থাকবে এগিয়ে নেওয়ার।