বিজনেসটুডে২৪ প্রতিনিধি, আনোয়ারা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে উপচে পড়া জনসমাগম দেখা যায়। দীর্ঘদিন পর এমন বিপুল ভিড়ে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, রঙিন টুপি, বাদ্য-বাজনা ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে র্যালিটি পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।
কালাবিবি দিঘির মোড় থেকে চাতরী চৌমুহনী, বড়উঠান এবং পিএবি সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ র্যালিকে হাত নেড়ে স্বাগত জানান। ঢাক-ঢোল, দেশাত্মবোধক ব্যান্ড–বাজনা ও স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। উপস্থিত জনতার ভাষ্য, আনোয়ারা–কর্ণফুলীতে বহুদিন এমন বর্ণাঢ্য র্যালি দেখা যায়নি।
র্যালির নেতৃত্বে সরওয়ার জামাল নিজাম
বিএনপির কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আনোয়ারা–কর্ণফুলী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সরওয়ার জামাল নিজাম র্যালির নেতৃত্ব দেন। বিকেলে কালাবিবি দিঘির মোড়ে নেতাকর্মীরা জড়ো হন এবং সেখান থেকে র্যালিটি সুশৃঙ্খলভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়উঠানে গিয়ে শেষ হয়।
র্যালিজুড়ে প্রতিধ্বনিত হয় নেতাকর্মীদের স্লোগান
“আনোয়ারা–কর্ণফুলীর মাটি, বিএনপির ঘাঁটি”
“নিজামের বিকল্প নেই”
“বিএনপিতে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই”
সংক্ষিপ্ত সমাবেশে ঐক্যের বার্তা
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সরওয়ার জামাল নিজাম বলেন,
“বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। আনোয়ারা–কর্ণফুলীর বিএনপি ধানের শীষের পক্ষে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে।”
তিনি অভিযোগ করেন, কিছু মহল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টায় লিপ্ত। তার ভাষ্য,
“জনগণ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেবে। যারা ধানের শীষের বিপক্ষে কাজ করে তারা অনুপ্রবেশকারী—তাদের সঙ্গে কোনো আপস নেই।”
সরওয়ার জামাল নিজাম নেতাকর্মী ও সব শ্রেণিপেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে র্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
নতুন আলোচনায় স্থানীয় রাজনীতি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আয়োজিত এ র্যালি আনোয়ারা–কর্ণফুলীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিপুল অংশগ্রহণ, সুশৃঙ্খল আয়োজন এবং নেতাকর্মীদের উদ্দীপনা পুরো এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ও ঐক্যের বার্তা আরও জোরালো করেছে।








