বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং (আইভোয়াক) সভাপতি হাজি সফিক আহমদকে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) এর পরিচালনা কমিটির নতুন কনভেনর হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার ১৬ নভেম্বর চট্টগ্রামে বিডব্লিউটিসিসি কার্যালয়ে অনুষ্ঠিত জাহাজ মালিকদের এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর প্রতিনিধি অমল চন্দ্র দাশ, আইভোয়াকের পক্ষ থেকে সভাপতি হাজি সফিক আহমদ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন এবং সহ সভাপতি, মিউচুয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জাহাজ মালিক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন সমুদ্রবন্দর থেকে লাইটার জাহাজের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নৌপরিবহন মন্ত্রণালয় “নৌ পরিবহন অধিদপ্তর হইতে অনুমতি প্রাপ্ত লাইটার জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা ২০২৪” গেজেট প্রকাশ করে। ওই গেজেটে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে কনভেনর করে একটি উচ্চপর্যায়ের তদারকি কমিটি এবং পরে চট্টগ্রামে শীপ সার্ভেয়রকে প্রধান করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
তবে উচ্চপর্যায়ের কমিটির পক্ষে এই সেক্টরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে ওঠে। এর প্রেক্ষিতে ২০২৪ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম বন্দরভিত্তিক তিন সংগঠন বিসিভোয়া, কোয়াব ও আইভোয়াক ত্রিপক্ষীয় চুক্তি করে বিডব্লিউটিসিসির কার্যক্রম পরিচালনার জন্য ৯ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করে। চুক্তি অনুযায়ী বিসিভোয়ার প্রতিনিধি সাঈদ আহমদকে প্রথম বছরের জন্য কনভেনর করা হয়।
কিন্তু বিগত এক বছরে এই কমিটি মাত্র দু’টি সভা করতে সক্ষম হয়। ফলে বহু জরুরি বিষয়ে সময়মতো সিদ্ধান্ত না পাওয়ায় জাহাজ মালিকদের ভোগান্তি বাড়ে। চট্টগ্রামভিত্তিক সংগঠনগুলোর বারবার অনুরোধ সত্ত্বেও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি গত জুনে কনভেনরের মেয়াদ শেষ হলেও নতুন করে দায়িত্ব হস্তান্তর করা হয়নি, যা সেক্টরের শৃঙ্খলা ব্যাহত করেছে।
এই পরিস্থিতিতে সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পণ্য পরিবহন নীতিমালা ২০২৪ এর কার্যকর বাস্তবায়নের স্বার্থে ১৬ নভেম্বর আইভোয়াকের প্রতিনিধি হাজি সফিক আহমদকে নতুন কনভেনর হিসেবে মনোনীত করে দায়িত্ব অর্পণ করা হয়। সভায় পরিচালনা কমিটির নয় সদস্যের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক জাহাজ মালিক এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
সভায় সবাইকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দেশের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন কার্যক্রমকে আরও সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালনায় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।








