Home Third Lead চীনা প্রেমিকের ভোলায় হাজিরা, প্রেমিকার বাড়িতে খুশির আমেজ

চীনা প্রেমিকের ভোলায় হাজিরা, প্রেমিকার বাড়িতে খুশির আমেজ

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ভোলা: অ্যাপসের মাধ্যমে পরিচয়। তারপর ধীরে ধীরে কথা, বন্ধুত্ব আর একসময় প্রেম। সেই প্রেমিকাকে বিয়ে করার জন্য হাজার মাইল দূরত্ব পেরিয়ে সরাসরি চীন থেকে ভোলায় এসে হাজির হয়েছেন লুইজাউ নামের এক তরুণ। সোমবার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল-সংলগ্ন স্লুইজগেট এলাকার জিন্না ডাক্তার বাড়িতে এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বাড়িতেই থাকেন ফেরদৌস আক্তার, বয়স মাত্র ২০। তিনি মো. আমানউল্লাহর সপ্তম সন্তান। আর লুইজাউ চীনের সিচুয়ান প্রদেশের লুঝৌ শহর, গুলিন কাউন্টির তুচেং গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনিই বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লুইজাউ। সেখানে প্রেমিকা ফেরদৌস, তার মা মরিয়ম বেগম এবং দুলাভাই নুর হোসেন তাকে স্বাগত জানান। সেদিনই ঢাকার সদরঘাট থেকে লঞ্চে ভোলার উদ্দেশে রওনা হয়ে রাত ২টার দিকে পৌঁছান শিবপুর ইউনিয়নের ভোলার খালের পাশের এলাকায়।

ফেরদৌস আক্তার জানান, প্রায় এক বছর আগে একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। লুইজাউ তাকে চীনে নিয়ে যেতে চাইলে ফেরদৌস তিন মাস আগে পাসপোর্ট করেন।

ফেরদৌসের মা মরিয়ম বেগম বলেন, কয়েক মাস আগে মেয়ের কাছ থেকেই সম্পর্কের কথা জেনেছেন। ছেলেটি দেশেও এসেছে, তাই পরিবারের সম্মতিতে শিগগিরই বিয়ে দেওয়ার ইচ্ছা তাদের।

অন্যদিকে লুইজাউ জানান, চেংদু শহরে তিনি পোশাক ও জুতার শো-রুম ব্যবসা করেন। অ্যাপে পরিচয়ের পর ফেরদৌসের প্রতি প্রেম জন্মে যায়, আর তাই বাংলাদেশে এসেছেন।

ভোলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। পরে উভয় পক্ষের পরিবার থানায় এসে জানায়। কাগজপত্র যাচাই করে দেখা গেছে, যুবকটি বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এখন তিনি ফেরদৌসদের বাড়িতেই অবস্থান করছেন।

তবে, ঝুঁকির দিকও উপেক্ষা করা যায় না

পরিবারের সম্মতি থাকলেও এমন দূরদেশি সম্পর্ক সামাজিক ও আইনি বেশ কিছু ঝুঁকি তৈরি করতে পারে। ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা, ধর্মীয় ও আইনি প্রক্রিয়া—সবক্ষেত্রেই বড় ধরনের ব্যবধান আছে। যাচাই-বাছাই ছাড়া হঠাৎ বিয়ের সিদ্ধান্ত ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে অনলাইন পরিচয়ে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে প্রতারক চক্রের ঝুঁকিও অস্বীকার করা যায় না। তাই বিয়ে হলেও দুই পরিবারের আরও সতর্ক থাকা জরুরি বলে স্থানীয়ভাবে অনেকে মত দিচ্ছেন।