বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শেরপুর: নালিতাবাড়ীতে হাজং জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ‘নয়া খাওয়া’ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার কয়রাকুড়ি গ্রামের হাজং পল্লীর নিরঞ্জন হাজংয়ের বাড়ির আঙিনার ধানক্ষেতের পাশে বাস্তু পূজার মধ্যে দিয়ে নবান্ন উৎসব শুরু হয়।
জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার আয়োজনে শস্যদেবতার উদ্দেশ্যে নতুন ফসলের নৈবেদ্য উৎসর্গ করা হয়। এরপর দুপুরে ঐতিহ্যবাহী বিন্নি ধানের ‘বিচি ভাত’(বিশেষ পদ্ধতিতে ভাপের তাপে রান্না আঠালো জাতীয় ভাত), বিভিন্ন ব্যঞ্জন (বিভিন্ন পদের তরকারি) ও মাশকলাইয়ের ডাল রান্না করা হয়।
এর আগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ‘সমাজসেবা ও জাতিস্বত্ত্বার উন্নয়নে অবদান’ রাখায় জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা হাজংকে সংবর্ধনা দেওয়া হয়।
জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি সুকুমার হাজং বলেন, অন্যান নৃ-জনগোষ্ঠীর মতো হাজং জনগোষ্ঠীর নিজস্ব ভাষা এবং সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নানা কারণে এখন আর আগের মতো নিজস্ব সংস্কৃতির উৎসব আয়োজন নেই। পুরনো ঐহিত্য ফিরিয়ে আনতে বিচ্ছিন্নভাবে কিছু কিছু কাজ হচ্ছে। নতুন প্রজন্মের মাঝে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই ‘নয়া খাওয়া’ নবান্ন উৎসবের আয়োজন। এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সংস্কৃতি আবার জাগরণ হবে এবং তরুণ প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চন্দ্র সরকার, ধান গবেষক সেন্টু হাজং, কবি জ্যোতি পোদ্দার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজং শিল্পীরা নৃত্য-গীত পরিবেশন করেন।










