বিনোদন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড তারকা রণবীর সিংয়ের সঙ্গে বেটিনার প্রাণবন্ত নাচের দৃশ্যই এই উচ্ছ্বাসের কারণ।
উদয়পুরের এই বিলাসবহুল আয়োজনটি ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার বিয়ের অনুষ্ঠান। অতিথিদের তালিকায় ছিলেন ট্রাম্প জুনিয়রও। বাগদত্তা বেটিনাকে সঙ্গে নিয়ে তিনি ভারত সফরে আসেন। দীর্ঘদিনের সম্পর্কের পর খুব শিগগিরই তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও ঘনিষ্ঠ সূত্র জানায়।
অনুষ্ঠানের মঞ্চে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর নিজের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন তিনি। রণবীরের প্রাণচঞ্চল নাচের স্টেপে মুগ্ধ হয়ে বেটিনাও দ্রুত অংশ নেন। দুজনের জুটি দেখে উপস্থিত অতিথিদের সঙ্গে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প জুনিয়র।
মঞ্চের ওই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। রণবীর সিংয়ের স্বভাবসুলভ উদ্দীপনা এবং বেটিনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়। বলিউডের পারফরম্যান্সে যে অনায়াস মজা ও শক্তি থাকে, রণবীর আবারও সেটি প্রমাণ করলেন।










