বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।’
তিনি আরও জানান, অসুস্থতার এই সময়ে বিএনপি চেয়ারপারসন দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
উল্লেখ্য, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।










