Home শিপিং যুক্তরাষ্ট্রের উইলমিংটন বন্দরে জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের উইলমিংটন বন্দরে জাহাজে আগুন

শিপিং ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন বন্দরে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

দুর্ঘটনা কবলিত জাহাজটির নাম ‘চিকুইটা ভয়েজার’ (Chiquita Voyager)। লাইবেরিয়ার পতাকাবাহী ২,৭০০ টিইইউ (TEU) ধারণক্ষমতার এই কন্টেইনার জাহাজটি মূলত হিমায়িত পণ্য (refrigerated cargo) পরিবহনের কাজে ব্যবহৃত হয়। গ্রেট হোয়াইট ফ্লিট দ্বারা পরিচালিত জাহাজটি ঘটনার সময় উইলমিংটন বন্দরে নোঙর করা ছিল।

উইলমিংটন ফায়ার ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে এবং দ্রুত ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেখেন জাহাজের সুপারস্ট্রাকচার (যেখানে ব্রিজ ও নাবিকদের থাকার জায়গা থাকে) থেকে ধোঁয়া বের হচ্ছে।

ব্যাটালিয়ন চিফ রবার্ট প্রায়র জানান, জাহাজে থাকা নিজস্ব অগ্নিদমন ব্যবস্থা (fire suppression system) স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল, যা আগুনকে ইঞ্জিন রুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সহায়তা করে। এরপর দমকলকর্মীরা জাহাজে উঠে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং নাবিকদের উদ্ধারে কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আহত চারজন নাবিককেই চিকিৎসার জন্য স্থানীয় ক্রিশ্চিয়ানা হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ডেলাওয়্যার নদীর তীরে অবস্থিত উইলমিংটন বন্দরটি একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর, যা যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।