Home সারাদেশ ফেসবুকের বাঁধনে দুই কিশোরী: ঘর ছেড়ে সিলেটে

ফেসবুকের বাঁধনে দুই কিশোরী: ঘর ছেড়ে সিলেটে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: ফেসবুকের এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে পড়েছিল সিরাজগঞ্জ ও খুলনার দুই কিশোরী। ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হওয়া সখ্যতা শেষ পর্যন্ত তাদের নিয়ে গেল অ্যাডভেঞ্চার আর অনিশ্চয়তার পথে। ভালোবাসার টানে বাড়ি ছেড়ে তারা পাড়ি জমিয়েছিল দূর সিলেটে, স্বপ্ন দেখেছিল একসঙ্গে নতুন জীবন শুরুর; কিন্তু তাদের সেই ‘প্রেমের যাত্রা’ শেষ হলো পুলিশি হেফাজতে।

অনলাইন থেকে অফলাইন: প্রেমের পথ ধরে সিলেটে

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও খুলনার কলেজ ও স্কুল পড়ুয়া এই দুই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজেদের সম্পর্কের গভীরতা উপলব্ধি করার পর তারা ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে এসে তারা ঢাকায় মিলিত হয়। সেখান থেকে তাদের গন্তব্য হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানীগঞ্জ।

তাদের যাত্রাপথের শুরুটা ছিল অনেকটা অ্যাডভেঞ্চারের মতো। সিলেটের জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে তারা এক রাত কাটায়। এরপরের পরিকল্পনা ছিল আরও স্থির—একসঙ্গে স্থায়ীভাবে বসবাস করা।

আবাসনের সন্ধানে সন্দেহ, স্বপ্নের সমাপ্তি

সোমবার সকালে তারা এক সঙ্গে বসবাসের উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে যায়। কিন্তু দুই কিশোরীর একসঙ্গে রুম ভাড়া নেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তাদের আচরণে সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়রা আর দেরি না করে বিষয়টি সরাসরি থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের প্রেমের সম্পর্ক থেকেই এই পালিয়ে আসা।

অ্যাডভেঞ্চারের সাথে নগদ অর্থ ও গহনা উদ্ধার

পুলিশ দুই কিশোরীকে হেফাজতে নেওয়ার পর স্কুলপড়ুয়া মেয়েটির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ উদ্ধার করে। তার কাছে পাওয়া যায় ১ লাখ টাকারও বেশি নগদ অর্থ এবং চার ধরনের সোনার গহনা। ধারণা করা হচ্ছে, নতুন জীবন শুরু করার জন্যই তারা এই অর্থ ও গহনা সঙ্গে নিয়ে এসেছিল।

ওসি রতন শেখ জানান, “দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। তাদের স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এই ঘটনাটি একদিকে যেমন প্রযুক্তির মাধ্যমে গড়ে ওঠা গভীর মানবিক সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করল, তেমনি অন্যদিকে অল্পবয়সী ছেলে-মেয়েদের মধ্যে সম্পর্কের পরিণতি ও অপরিণত সিদ্ধান্তের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলল। সাইবার যুগের প্রেম এবং বাস্তবতা—দুই কিশোরীর এই সংক্ষিপ্ত যাত্রা এই দুইয়ের সংঘাতকেই সামনে নিয়ে এলো।