বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নরসিংদী: শিবপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বন্ধু। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুরের সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুরের সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)। দীর্ঘ দিনের বন্ধু এই দুই তরুণের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে শফিক ও রাজ মোটরসাইকেলযোগে শিবপুরের দিকে ফিরছিল। একই সময়ে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। পচারবাড়ি এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় রাজ ঘটনাস্থলেই প্রাণ হারায়। শফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। এ ছাড়া অটোচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
অকাল প্রয়াণে রাজ ও শফিকের পরিবারে চলছে শোকের মাতম। বন্ধুরা বলছেন, তারা দুজনই প্রাণবন্ত ও স্বপ্নবাজ ছিল। পরিবারের আশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে এবং এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আর না ঘটুক।










