Home রাজনীতি ওরা ধর্ম বিকৃতকারী, ওদের ওষুধ আওয়ামী লীগ: আব্বাস

ওরা ধর্ম বিকৃতকারী, ওদের ওষুধ আওয়ামী লীগ: আব্বাস

মির্জা আব্বাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জামায়াতে ইসলামী ইসলামে নয়, বরং ‘মওদুদীবাদে’ বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটিকে ‘ধর্ম বিকৃতকারী’ উল্লেখ করে তিনি বলেছেন, জামায়াতের আসল ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্রলোক তাদের সঙ্গে কাজ করতে পারবে না।

বুধবার (আজ) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আসলে আপনাদের (জামায়াত) ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্রলোকের পক্ষে তাদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। আওয়ামী লীগ যেমন একটি অভদ্র ও অসভ্য দল, জামায়াতও তেমনি ধর্ম বিকৃতকারী দল। এরা ইসলামে বিশ্বাস করে না, এরা মওদুদীবাদে বিশ্বাসী। এই লোকদের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।’

জামায়াতের প্রচার কৌশলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এরা এখন বাসায় বাসায় যাচ্ছে। বিশেষ করে যখন আমরা পুরুষরা বাসায় থাকি না, তখন তারা মা-বোনদের একা পেয়ে সুযোগ নেয়। বাংলাদেশের মা-বোনেরা ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। তারা (জামায়াত কর্মীরা) বাসায় ঢুকে পানি খাওয়ার ছলে বসে পড়ে। এরপর বলে—জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন, আর না দিলে আপনাদের ক্ষতি হবে, জাহান্নামে যাবেন। এমনকি ভোট না দিলে কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।’

একাত্তরের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন দেশের সাধারণ জনগণ ও মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং লম্বা লম্বা কথা বলছে।’

এ সময় তিনি নিজের জন্য ভোট চেয়ে বলেন, ‘আমাকে একটা ভোট দেবেন, যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।’ অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

খালেদা জিয়া জনগণের জন্য রাজনীতি করেছেন: ড. মঈন খান

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে, তারা বিপদ দেখলে পালিয়ে যায়। গত বছরের ৫ আগস্ট সেটাই ঘটেছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য। তিনি রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি, বরং স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে কাজ করেছেন।’

ড. মঈন খান আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই মিথ্যা মামলায় হাজিরা দিয়ে কারাবরণ করেছেন। দেশ ও জাতি তার স্বাস্থ্যের বিষয়ে উৎকণ্ঠায় আছে।’