বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঈশ্বরদী: আটটি সদ্যোজাত সন্তান হারিয়ে পাগলপারা হয়ে উঠেছিল একটি মা কুকুর। গত রোববার থেকে চরম হাহাকার নিয়ে সন্তানহারা কুকুরটি ঈশ্বরদী উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিল। অবলা প্রাণীটির এমন করুণ পরিণতিতে স্থানীয়দের পাশাপাশি শোকের ছায়া নেমেছিল নেটিজেনদের মাঝেও। অবশেষে সেই মা কুকুরটির কোলে তুলে দেওয়া হয়েছে দুটি এতিম কুকুর ছানা। নতুন দুই সন্তানকে পেয়ে শোক ভুলে আবারও মাতৃত্বে ফিরেছে প্রাণীটি।
বুধবার (৩ ডিসেম্বর) এক মানবিক ও অভিনব উদ্যোগের মাধ্যমে মা কুকুরটির কোলে এই দুটি ছানা তুলে দেওয়া হয়।
জানা যায়, ৮টি সন্তান হারিয়ে মা কুকুরটি যখন দিশেহারা, তখন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের পরামর্শে এগিয়ে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’। সংগঠনের কর্মীরা দুটি মাতৃহীন নবজাতক কুকুর ছানা সংগ্রহ করেন। এরপর কৌশল হিসেবে মা কুকুরটির বুকের দুধ বের করে নতুন দুটি ছানার শরীরে মাখিয়ে দেওয়া হয়।
ছানা দুটির শরীরে নিজের গায়ের গন্ধ পেয়ে মুহূর্তেই তাদের আপন করে নেয় মা কুকুরটি। কাছে টেনে পরম মমতায় দুধ খাওয়াতে শুরু করে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত এলাকাবাসী এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এলাকাবাসীরা জানান, নতুন ছানা দুটিকে পেয়ে মা কুকুরটি তার হারানো সন্তানদের শোক ভুলেছে। সে এখন আগের আটটি সন্তানের মতোই নতুনদের আগলে রাখছে এবং যত্ন নিচ্ছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘কুকুরটি সন্তান হারিয়ে এতটাই অস্থির হয়ে পড়েছিল যে, আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদেরও কাজের প্রতি অনীহা চলে এসেছিল। সবার চোখেই ভাসছিল সন্তানহারা মায়ের আকুতি। আমরা তাকে আবারও মাতৃত্বের স্বাদ ফিরিয়ে দিতে পেরেছি। আল্লাহ উপযুক্ত বিচার করেছেন। প্রকৃতি সত্যিই বড় বৈচিত্র্যময়।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানহারা এই মা কুকুরটির আর্তনাদের বিষয়টি ভাইরাল হয়, যা ঈশ্বরদীসহ দেশজুড়ে সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করে।










