Home বিনোদন ৪ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি সাইরাস

৪ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি সাইরাস

ম্যাক্স মোরান্দোরের সঙ্গে মাইলি সাইরাস। ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বয়সে চার বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্দোর সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন পপ সেনসেশন মাইলি সাইরাস। শুরুতে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম ‘পিপল’ (People)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাগদানের খবরটি নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সি এই গ্র্যামি-জয়ী গায়িকা।

সম্পর্কের ইতিবৃত্ত ও নিশ্চিতকরণ
২০২১ সাল থেকে ম্যাক্স মোরান্দোর সঙ্গে সম্পর্কে রয়েছেন মাইলি। ম্যাক্স পেশায় একজন ড্রামার এবং ‘লিলি’ (Liily) ব্যান্ডের সদস্য। গত কয়েক মাস ধরেই তাদের বাগদানের গুঞ্জন হলিউডের বাতাসে ভাসছিল, বিশেষ করে মাইলির হাতে একটি নতুন আংটি দেখার পর থেকে ভক্তদের কৌতুহল বেড়ে যায়। তবে এতদিন বিষয়টি নিয়ে টুঁ শব্দটিও করেননি এই তারকা।

অবশেষে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মাইলি জানান, তারা তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে গেছেন। তিনি বলেন, ম্যাক্সের সঙ্গে তার বোঝাপড়া চমৎকার এবং তারা একে অপরের সঙ্গ দারুণ উপভোগ করেন।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের সুসময়
মাইলি সাইরাস বর্তমানে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। তার ‘ফ্লাওয়ার্স’ গানটি বিশ্বজুড়ে রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে এবং তাকে এনে দিয়েছে গ্র্যামি পুরস্কারের সম্মান। ক্যারিয়ারের এই তুঙ্গস্পর্শী মুহূর্তে ব্যক্তিগত জীবনেও থিতু হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

ম্যাক্স মোরান্দোর বয়স বর্তমানে ২৯ বছর, যা মাইলির চেয়ে চার বছর কম। বয়সের এই ব্যবধান তাদের ভালোবাসায় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ঘনিষ্ঠ সূত্রমতে, ম্যাক্স অত্যন্ত শান্ত স্বভাবের এবং তিনি মাইলিকে তার নিজের মতো করে বিকশিত হতে সহায়তা করেন, যা তাদের সম্পর্কের ভিত্তি মজবুত করেছে।

উল্লেখ্য, এর আগে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা লিয়াম হেমসওয়ারর্থের সঙ্গে ঘর বেঁধেছিলেন মাইলি সাইরাস। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। লিয়ামের সঙ্গে বিচ্ছেদের পর এটিই মাইলির প্রথম কোনো সিরিয়াস সম্পর্ক, যা পরিণয়ের দিকে গড়াল।

ভক্তরা এখন অপেক্ষায় আছেন, কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন তাদের প্রিয় এই তারকা। তবে বিয়ের তারিখ নিয়ে এখনই কোনো মন্তব্য করেননি মাইলি।