Home বিনোদন নতুন প্রেমের গুঞ্জনে ফুঁসে উঠলেন মালাইকা

নতুন প্রেমের গুঞ্জনে ফুঁসে উঠলেন মালাইকা

মালাইকা অরোরা

‘পুরুষরা হাঁটুর বয়সিকে বিয়ে করলে বাহবা পায়, মেয়েদের বেলায় যত দোষ!’ 

বিনোদন ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ এবং অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের অধ্যায় শেষ করে বর্তমানে ‘সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন বলিউড ডিভা মালাইকা অরোরা। তবে এই ‘সিঙ্গেল’ স্ট্যাটাস হয়তো খুব বেশিদিনের নয়। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে ৫২ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বি-টাউনের বাতাসে ভাসছে। প্রেমিকের বয়স ৩৪ বছর—এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রল ও কটাক্ষ। অবশেষে বয়সের ব্যবধান এবং সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে মুখ খুললেন ‘ফিটনেস কুইন’।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাঁটুর বয়সি হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে দেখা যায় মালাইকাকে। এরপরই নেটিজেনদের একাংশ মালাইকার সমালোচনা শুরু করেন। ৫২ বছর বয়সে এসে ৩৪ বছরের যুবকের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারছেন না অনেকেই। এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে মালাইকা বলেন, “হাজার মনের জোর থাকলেও আপনাকে বিচার করা হবে। পরিস্থিতি যেমনই হোক, মেয়েদের সবসময়েই কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি আজ যে অবস্থানে বা ব্যক্তিত্বে পরিণত হয়েছি, তার নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি দেখুন—আজকের যুগে একজন পুরুষ বিবাহ বিচ্ছেদের পর নিজের মতো জীবনযাপন করলে বা এগিয়ে গেলে সমাজ তাকে বাহবা দেয়।”

লিঙ্গভেদে সমাজের এই বৈষম্য তুলে ধরে তিনি আরও বলেন, “পুরুষরা অনায়াসে হাঁটুর বয়সি মেয়েকে বিয়ে করতে পারে। তখন সকলে পিঠ চাপড়ে বলেন— ‘বাহ! দারুণ কাজ করেছে’। কিন্তু ঠিক একই কাজ যখন কোনো নারী করেন, তখন তাকে জঘন্য সমালোচনার শিকার হতে হয়। উল্টো প্রশ্ন তোলা হয়— ‘কেন সে এমন করছে? তার কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে?’ সমাজের এই বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।”

মালাইকার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। নেটিজেনদের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে মালাইকা পরোক্ষভাবে তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানকেই নিশানা করেছেন। কারণ, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ খান তাঁর চেয়ে অনেক কম বয়সী শুরা খানকে বিয়ে করেছেন। আবার অন্য অংশের মতে, সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি মালাইকা হয়তো হর্ষ মেহেতার সঙ্গে তাঁর নতুন সম্পর্কেরই ইঙ্গিত দিলেন।

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে মালাইকা যে নিজের শর্তেই বাঁচতে পছন্দ করেন, তাঁর এই সাহসী মন্তব্যই তার প্রমাণ।