বিনোদন ডেস্ক: মেহেন্দি, সংগীত থেকে গায়ে হলুদ, সব অনুষ্ঠানই সারা হয়ে গিয়েছিল। গত ২৩ নভেম্বর সানাই বাজার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নীরবতা ভাঙলেন তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে বাতিলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তিনি।
রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে স্মৃতি স্পষ্ট জানান, এই বিয়ে আর হচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে চর্চা চলছিল, তাতে ইতি টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বিশ্বকাপজয়ী ক্রিকেটার লেখেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে প্রচুর জল্পনা চলছে। আমি মনে করি এই মুহূর্তে এনিয়ে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটা সেভাবেই রাখতে চাই। তবে আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকেও একই অনুরোধ করছি।’’
এই কঠিন সময়ে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্যও অনুরাগীদের অনুরোধ করেছেন স্মৃতি। তিনি আরও লেখেন, ‘‘দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।’’
ব্যক্তিগত জীবনের এই বিপর্যয়ের মধ্যেও দেশের প্রতি নিজের কর্তব্য থেকে সরে আসছেন না ভারতীয় দলের এই সহ-অধিনায়ক। বিবৃতিতে তিনি ক্রিকেটেই মনোযোগ দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। আমার মনোযোগ সর্বদা সেখানেই থাকবে।’’
প্রেক্ষাপট ও বিতর্ক
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি বেশ নাটকীয় কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন পলাশ। গত ২৩ নভেম্বর বিয়ের চূড়ান্ত দিন ধার্য ছিল। কিন্তু আচমকাই স্মৃতির বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।
তবে বাবার অসুস্থতার আড়ালে অন্য কারণের গুঞ্জনও জোরালো হতে থাকে। সম্প্রতি পলাশের সঙ্গে এক মহিলার কথোপকথনের কিছু বিতর্কিত স্ক্রিনশট প্রকাশ্যে আসে এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে পলাশ বা স্মৃতি—কেউই মুখ খোলেননি। স্মৃতি তাঁর বিবৃতিতে বিয়ে বাতিলের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও, বিয়ে স্থগিত হওয়ার পরপরই তিনি এবং তাঁর সতীর্থরা সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি ও ভিডিও সরিয়ে ফেলেন।
রবিবারের এই বিবৃতির মাধ্যমে স্মৃতি বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টি তিনি এখানেই বন্ধ করতে চান এবং নতুন করে এগিয়ে যেতে চান খেলার মাঠে।










