Home জাতীয় সাংবাদিক শওকত মাহমুদ আটক

সাংবাদিক শওকত মাহমুদ আটক

শওকত মাহমুদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে রাজধানীর মালিবাগের বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

আটকের কারণ সম্পর্কে ডিবি প্রধান সংবাদমাধ্যমকে জানান, এনায়েত করিমের দায়ের করা একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শফিকুল ইসলাম আরও বলেন, ‘‘তাঁকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’’