Home রাজনীতি দুধ দিয়ে গোসল করে যুবদল নেতার বিদায়

দুধ দিয়ে গোসল করে যুবদল নেতার বিদায়

‘টাকা ও মামু-খালুর জোর না থাকলে রাজনীতি করবেন না’:

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: রাজনীতিতে স্বজনপ্রীতি, অর্থের দাপট আর ষড়যন্ত্রের অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে চিরবিদায় নিলেন এক যুবদল নেতা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মো. হোসেন নিজের শরীরে দুধ ঢালছেন। এ সময় চরম হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘‘জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। আর কখনো রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে।’’

দলের তৃণমূল কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘‘টাকা না থাকে, মামু-খালুর সহায়তা না থাকে, শ্বশুরবাড়ির পাওয়ার না থাকে—তাহলে রাজনীতি করবেন না। করলে আমার মতো পরিণতি হবে। তাই দুধ দিয়ে গোসল করলাম, রাজনীতি ছাড়লাম।’’

ভিডিওর ক্যাপশনে হোসেন লিখেছেন, ‘আমার এই ভিডিওটা দেখার পর সবার কাছে আমি হাসির পাত্র হিসেবে থাকবো… আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে। আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে, যে সিস্টেমটার নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র।’ তিনি অভিযোগ করেন, তাঁর লড়াই ছিল দল ও ধানের শীষের প্রার্থীর জন্য, কিন্তু নিজ দলের এবং বিপক্ষ দলের ‘দোসরদের’ যোগসাজশে তাঁকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ কোন্দল এবং নিজের অবমূল্যায়নে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নেতৃত্বের প্রতিক্রিয়া
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, ‘‘হোসেন মিয়ার ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রাজনীতি আদর্শ ও সংগঠনের জন্য কাজ করার জায়গা। ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।’’

তিনি আরও বলেন, ‘‘যুবদলে কাউকে ব্যক্তিগতভাবে বাদ দেওয়া হয় না। দলের নিয়ম ও মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়। হোসেন মিয়ার কোনো অভিমান থাকলে বা কেউ অন্যায় করলে তা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। আমরা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাই।’’