বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীবাহী ট্রেনের ভাড়ায় পরিবর্তন আসছে। পূর্বাঞ্চলের আওতাধীন ১১টি ব্রিজে ‘পন্টেজ চার্জ’ (সেতু ব্যবহারের মাশুল) আরোপের ফলে যাত্রী প্রতি ভাড়ার এই হার পুনর্নিধারণ করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন ও সামঞ্জস্যপূর্ণ পন্টেজ চার্জ আরোপ করায় বিভিন্ন রুটে ভাড়ার দূরত্ব ও টাকার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। মূলত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ভাড়ার হারের মধ্যে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমাঞ্চলে ইতোপূর্বেই এই চার্জ কার্যকর করা হয়েছে।
কোন রুটে ভাড়া কত বাড়ছে?
নতুন নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট রুটে ভাড়ার উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। নিচে রুটভিত্তিক ভাড়ার চিত্র তুলে ধরা হলো:
১. ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন):
এই রুটে ভাড়ার দূরত্ব ৩৫৫ কি.মি. থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ কি.মি.।
শোভন চেয়ার: বর্তমান ভাড়া ৪০৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৫০ টাকা (বৃদ্ধি ৪৫ টাকা)।
এসি সিট: বর্তমান ভাড়া ৯৯২ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০৯০ টাকা (বৃদ্ধি ৯৮ টাকা)।
এসি বার্থ: বর্তমান ভাড়া ১৪৮৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬৩১ টাকা (বৃদ্ধি ১৪৩ টাকা)।
২. ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (নন-স্টপ ট্রেন – সোনার বাংলা/সুবর্ণ):
শোভন চেয়ার: বর্তমান ভাড়া ৪৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৯৫ টাকা (বৃদ্ধি ৪৫ টাকা)।
এসি সিট: বর্তমান ভাড়া ১০২৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ১১৩৩ টাকা (বৃদ্ধি ১০৮ টাকা)।
এসি চেয়ার: বর্তমান ভাড়া ৮৫৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯৪৩ টাকা (বৃদ্ধি ৮৮ টাকা)।
৩. কক্সবাজার-ঢাকা-কক্সবাজার (নন-স্টপ ট্রেন):
এই রুটে ভাড়ার দূরত্ব ৫৩৫ কি.মি. থেকে বেড়ে ৫৮৩ কি.মি. ধরা হয়েছে। ফলে ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়েছে।
শোভন চেয়ার: বর্তমান ভাড়া ৬৫৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭১৪ টাকা (বৃদ্ধি ৫৯ টাকা)।
এসি সিট: বর্তমান ভাড়া ১৫৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৭২৮ টাকা (বৃদ্ধি ১৩৮ টাকা)।
এসি বার্থ: বর্তমান ভাড়া ২৪৩০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৬৪৪ টাকা (বৃদ্ধি ২১৪ টাকা)।
৪. ঢাকা-সিলেট-ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন):
সিলেট রুটে ভাড়ার দূরত্ব ৩১৯ কি.মি. থেকে বেড়ে ৩৫০ কি.মি. হয়েছে।
শোভন চেয়ার: বর্তমান ভাড়া ৩৭৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪১০ টাকা (বৃদ্ধি ৩৫ টাকা)।
এসি সিট: বর্তমান ভাড়া ৮৬৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯৪৩ টাকা (বৃদ্ধি ৮০ টাকা)।
এসি বার্থ: বর্তমান ভাড়া ১৩৩৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৪৫৯ টাকা (বৃদ্ধি ১২১ টাকা)।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলে পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে ভাড়া সমন্বয় করা হলে সারা দেশে রেলওয়ের ভাড়ায় একটি সমতা আসবে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়ার তালিকা অনুযায়ী টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হবে।










