বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: টেকনাফে কয়েকদিনের শান্তির পর সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের একটি বাড়িতে গুলি এসে পড়ার ঘটনা ঘটে।
ঘটনার স্থান হলো মৃত হাজি মোজাহার আহমেদের বাড়ি। তার ছেলে শাহ আলম জানিয়েছেন, দুপুরে হঠাৎ সীমান্তের ওপারে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে তিনি ঘরের টিনে ছিদ্র দেখতে পান এবং পরবর্তীতে বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এপারের বসতবাড়িতে পড়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারের এই গোলাগুলির শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের তৎপরতা কামনা করেছেন।










