Home চট্টগ্রাম মীরসরাইয়ে পা তুলে বসা নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর মৃত্যু

মীরসরাইয়ে পা তুলে বসা নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর মৃত্যু

মোহাম্মদ তাহমিদ উল্লাহ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মীরসরাই: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) মারা গেছেন। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ উল্লাহ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে দুই ভাইয়ের বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে ‘পা তুলে বসা’ নিয়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তাহমিদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘বারইয়ারহাট বাজারে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ নামে একজন আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাহমিদকে প্রথমে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।