Home নির্বাচন ঢামেকে অপারেশন সম্পন্ন, লাইফ সাপোর্টে হাদি: নেয়া হচ্ছে এভারকেয়ারে

ঢামেকে অপারেশন সম্পন্ন, লাইফ সাপোর্টে হাদি: নেয়া হচ্ছে এভারকেয়ারে

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় এবং উন্নত পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেক পরিচালক জানান, হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’। তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মাথার ভেতরেই বুলেটটি রয়ে গেছে। তাকে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনার পরপরই হাদির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে সময় তিনি শকে চলে যান। চিকিৎসকরা দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর তার রক্তচাপ সাময়িকভাবে কিছুটা স্থিতিশীল হয়। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি।

ঘটনার বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।