বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শরীফ ওসমান হাদির ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যারা এই নৃশংস হামলায় জড়িত, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে বা তাদের ধরিয়ে দিতে সহায়তা করলে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’
তিনি আরও জানান, অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একাধিক টিম মাঠে কাজ করছে। কোনো অপরাধী যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে, আজ সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সাক্ষাতে তিনি হাদির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার পাশাপাশি হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন সক্রিয় সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর এই হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।










