হাদির মৃত্যুতে তারেক রহমানের উদ্বেগ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে একটি ‘চক্রান্তমূলক রাজনৈতিক হত্যা’ হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন যে, দেশে একটি সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই রক্তপাত চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তারেক রহমান এসব কথা বলেন।
ষড়যন্ত্রের ইঙ্গিত ও গভীর উদ্বেগ
শোকবার্তায় তারেক রহমান বলেন, দেশব্যাপী একটি নির্দিষ্ট দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে হত্যা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু দুর্বৃত্ত চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী খুন ও জখমের ঘটনা ঘটাচ্ছে। কোন সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই এই রক্তপাত চলছে, তা গভীরভাবে ভাবনার বিষয়।”
তিনি আরও দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারের পতনের পর একটি বিশেষ গোষ্ঠী আবারও দেশে দুঃশাসন কায়েম এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গণতন্ত্র ধ্বংস এবং আগামী নির্বাচনকে বানচাল করাই শরিফ ওসমান হাদির ওপর হামলার মূল উদ্দেশ্য ছিল বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
কঠোর ব্যবস্থা ও প্রতিরোধের ডাক
তারেক রহমান সতর্ক করে বলেন, এই সব দুর্বৃত্তকে এখনই কঠোর হাতে দমন করা না গেলে জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবাইকে একসঙ্গে এই রক্তপিপাসু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
শোকবার্তার শেষাংশে তিনি এই তরুণ রাজনীতিকের হত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।










