Home Uncategorized হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে ‘কফিন মিছিল’ ও দোয়ার ডাক

হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে ‘কফিন মিছিল’ ও দোয়ার ডাক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সারা দেশে বিশেষ দোয়া ও ‘কফিন মিছিল’-এর কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার রাতে  এক বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়। শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনটি এই তরুণ যোদ্ধাকে ‘জুলাইয়ের অস্তিত্ব’ হিসেবে অভিহিত করেছে।

দেশব্যাপী দোয়া ও কফিন মিছিল

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমা শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশব্যাপী ‘কফিন মিছিল’ করারও আহ্বান জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।”

সংগঠনটি দেশের সকল বিপ্লবী জনগণকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করারও আহ্বান জানিয়েছে।

সন্ধ্যায় ফিরছে মরদেহ

এদিকে, শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ডা. আব্দুল আহাদ নিশ্চিত করেছেন যে, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি অবতরণ করার কথা রয়েছে।