নিলামের আগে সরে দাঁড়ালো প্রধান বিডার
এভিয়েশন ডেস্ক: পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (PIA)-এর বেসরকারীকরণ প্রক্রিয়া বড় ধরনের বাধার মুখে পড়েছে। চূড়ান্ত নিলামের ঠিক আগ মুহূর্তে দৌড় থেকে ছিটকে গেছে অন্যতম শক্তিশালী প্রতিযোগী ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (FFC)।
বেসরকারীকরণ কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, বিড জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ গত শনিবার ফৌজি ফার্টিলাইজার প্রয়োজনীয় ‘আর্নেস্ট মানি’ বা জামানত জমা দেয়নি। এর পরিবর্তে তারা আনুষ্ঠানিকভাবে কমিশনকে জানিয়ে দিয়েছে যে, তারা এই প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ফৌজি ফার্টিলাইজারের এই কৌশলগত প্রত্যাহারের পেছনে একটি কারণ হতে পারে ‘নমনীয়তা’ বজায় রাখা। সরাসরি বিড না করায় ভবিষ্যতে কোনো জয়ী কনসোর্টিয়ামের সাথে অংশীদার হিসেবে যোগ দেওয়ার সুযোগ তাদের জন্য খোলা থাকবে।
ফৌজি ফার্টিলাইজার সরে দাঁড়ালেও এখনো তিনটি বড় পক্ষ প্রতিযোগিতায় টিকে আছে। আগামী ২৩ ডিসেম্বর তারা তাদের চূড়ান্ত সিলমোহরকৃত দরপত্র (Sealed Bids) জমা দেবে: ১. এয়ারব্লু (Pvt) লিমিটেড। ২. লাকি সিমেন্ট কনসোর্টিয়াম: হাব পাওয়ার হোল্ডিংস, কোহাত সিমেন্ট এবং মেট্রো ভেঞ্চারস-এর সমন্বয়ে গঠিত। ৩. আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম: ফাতিমা ফার্টিলাইজার, সিটি স্কুলস, লেক সিটি হোল্ডিংস এবং একেডি গ্রুপ হোল্ডিংস-এর সমন্বয়ে গঠিত।
পাক সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে পিআইএ-এর ৭৫ শতাংশ শেয়ার বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। জয়ী পক্ষ চাইলে পরবর্তী ৯০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার সুযোগ পাবে।
কর্মচারীদের ভবিষ্যৎ: সরকার পিআইএ কর্মীদের জন্য এক বছরের চাকরির নিশ্চয়তা দিয়েছে। তবে পেনশন এবং অবসরের পরবর্তী অন্যান্য দায়ভার ম্যানেজমেন্ট হোল্ডিং কোম্পানি বহন করবে।
বিনিয়োগের প্রয়োজনীয়তা: বর্তমানে পিআইএ-এর প্রায় ১৭০টি আন্তর্জাতিক ল্যান্ডিং স্লট এবং ৭৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ থাকলেও এটি চরম অর্থসংকটে ভুগছে। এয়ারলাইন্সটিকে পুনরুজ্জীবিত করতে নতুন বিনিয়োগ ও পেশাদার ব্যবস্থাপনা অপরিহার্য হয়ে পড়েছে।
২৩ ডিসেম্বর বিডগুলো খোলার পর স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ দরদাতাকে নির্বাচিত করা হবে বলে জানিয়েছে বেসরকারীকরণ কমিশন।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










