ছাত্রদল-আম্মার বাদানুবাদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্ররাজনীতির অঙ্গন এখন সরগরম। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ছাত্রদলের উদ্দীপনা, অন্যদিকে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের সাথে ছাত্রদল নেতাদের প্রকাশ্য বাগযুদ্ধ— সব মিলিয়ে ক্যাম্পাসে এক থমথমে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত: আল্টিমেটাম ও হুঁশিয়ারি
সোমবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ সরাসরি আক্রমণ করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝোলানোর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দেওয়া প্রতিবাদলিপির সমালোচনা করেছিলেন আম্মার।
এর জবাবে সোহাগ বলেন: “ছাত্রদলের সাথে লাগতে আইসেন না। পুরো রাজশাহীর দরকার নাই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম।”
ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থানকে স্বাগত জানালেও কতিপয় নেতা “ফুটেজ খাওয়ার” নেশায় অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।
পাল্টা চ্যালেঞ্জ: আম্মারের ফেসবুক পোস্ট
ছাত্রদল নেতার এই হুঁশিয়ারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা জবাব দিয়েছেন সালাহউদ্দিন আম্মার। তিনি ছাত্রদল নেতাকে ‘চাচা’ এবং ‘চান্দাভাই’ সম্বোধন করে লিখেন:
তিনি দীর্ঘকাল ক্যাম্পাসে পড়ে থেকে “বোঝা” হতে চান না।
যতদিন থাকবেন, মাথা উঁচু করেই থাকবেন।
আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ছাত্রদলকে সরাসরি “সাহস থাকলে আসার” চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন ও ছাত্রদলের অবস্থান
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত মিছিলে ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানান, ২৫ ডিসেম্বরের পর যারা ‘মব’ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। মিছিলে “তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে” স্লোগানে মুখর ছিল ক্যাম্পাস।
সাধারণ শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাসে প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নিয়ে ছাত্র সংগঠনের এই মুখোমুখি অবস্থান শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে পারে। বিশেষ করে “৩০ মিনিটে বের করে দেওয়া”র মতো মন্তব্য এবং পাল্টা চ্যালেঞ্জকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকে।










