আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের আরাকান নিউজ এজেন্সির সংবাদে জানা যায়, আরাকান সেনাবাহিনীর (এএ) সাথে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর হাতে উত্তর আরাকান রাজ্যের মংডু টাউনশিপ থেকে এক প্রভাবশালী রোহিঙ্গা ব্যবসায়ী অপহৃত হয়েছেন। স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে লাথা আউক (Latha Auk) গ্রামে এই ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ীর নাম শুহুইল। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, একদল সশস্ত্র লোক হঠাৎ শুহুইলের বাড়িতে হানা দেয়। কোনো ধরণের গ্রেপ্তারি পরোয়ানা বা কারণ ছাড়াই তাকে হাত বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। তাকে কোথায় রাখা হয়েছে বা তিনি কী অবস্থায় আছেন, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
শুহুইল এলাকায় একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। স্থানীয় বিভিন্ন পক্ষের সাথে তার ব্যবসায়িক সুসম্পর্ক থাকা সত্ত্বেও এই আকস্মিক অপহরণের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এক রোহিঙ্গা অধিকারকর্মী জানিয়েছেন, উত্তর আরাকানের কিছু অংশে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো জনসাধারণের অগোচরে এ ধরণের মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এতে মাঠপর্যায়ের বাস্তবতার সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রচারণার বড় ধরণের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।










