বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর প্রবেশমুখে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা। রোববার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধ বিকেল সাড়ে ৫টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ২টার পর ইনকিলাব মঞ্চের কয়েকশ নেতাকর্মী শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় অবস্থান নেন। শুরুতে তারা সড়কের একপাশে অবস্থান নিলেও সময়ের সাথে সাথে লোকসংখ্যা বাড়তে থাকে এবং একপর্যায়ে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন ।
বিক্ষোভকারীদের হাতে “Justice For Hadi”, “হাদী ভাইয়ের খুনির বিচার চাই” এবং “We Are Hadi” সম্বলিত নানা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এ সময় তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সেতুর মুখে অবস্থানের কারণে বন্দরনগরী চট্টগ্রামের সাথে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের দুই পাশে শত শত গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব গণমাধ্যমকে বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান নিয়েছি। শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” উল্লেখ্য যে, একই দাবিতে গত শনিবারও সংগঠনটি নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এছাড়া নারায়ণঞ্জেও একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে।
বিকেল সাড়ে ৫টার দিকে সংগঠনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা নিরসন করতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়।










