Home Second Lead মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি রাজধানীর গুলশানে অবস্থিত তারেক রহমানের (১৯৬ নম্বর) বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শোকাতুর তারেক রহমান গভীর নিবিষ্টতায় মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের ক্যাপশনে লেখা হয়:”মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।”

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর তার এই প্রস্থান দলের নেতাকর্মীদের মধ্যে গভীর শূন্যতা তৈরি করেছে। মায়ের শেষ বিদায়ে বড় ছেলে তারেক রহমানের এই আধ্যাত্মিক মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আবেগ সৃষ্টি করেছে।