Home আইন-আদালত মাদ্রাসায় জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা, জরিমানা গুনলেন সুপার

মাদ্রাসায় জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা, জরিমানা গুনলেন সুপার

মাদ্রাসায় নির্বাচনী সভার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাদ্রাসার ক্লাসরুমে রাজনৈতিক সভা করার দায়ে মো. ইউসুফ আলী নামে এক মাদ্রাসা সুপারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত মো. ইউসুফ আলী ওই মাদ্রাসার সুপার এবং একইসাথে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

 প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলামের পক্ষে বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা চালানো নিষিদ্ধ হওয়ায় আয়োজক সুপার ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা নির্বাচনী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। একারণেই এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তবে জরিমানা ও অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপার ইউসুফ আলী বলেন, “মাদ্রাসার নিচতলায় বই বিতরণ উপলক্ষে দোয়া মাহফিল চলছিল। ওপরতলায় কোনো সভা হচ্ছিল কি না তা আমার জানা নেই।”

অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম দাবি করেছেন, সেখানে তাদের কোনো দলীয় কর্মসূচি ছিল না। স্থানীয় কিছু নারী স্বেচ্ছায় কোনো অনুষ্ঠান করে থাকতে পারেন।