Home আকাশ পথ আকাশে দুই ঘণ্টা চক্কর দিয়ে অবশেষে অবতরণ এমিরেটস সুপারজাম্বোর

আকাশে দুই ঘণ্টা চক্কর দিয়ে অবশেষে অবতরণ এমিরেটস সুপারজাম্বোর

এভিয়েশণ ডেস্ক:

নতুন বছরের প্রাক্কালে লন্ডনের আকাশে আতঙ্কের মুহূর্ত তৈরি হয়েছিল। হিথ্রো থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩৮০ সুপারজাম্বো বিমান মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা লন্ডনের আকাশে চক্কর দিয়ে অবশেষে নিরাপদে হিথ্রোতে ফিরে আসে।

ফ্লাইট EK002 হিথ্রো থেকে ৩১ ডিসেম্বর বিকেল ২টা ৩২ মিনিটে উড্ডয়ন করে, যা নির্ধারিত সময়ের চেয়ে ৫২ মিনিট দেরিতে ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজায় সমস্যা দেখা দেয়। বিমানের ওজন সর্বোচ্চ অবতরণ সীমার চেয়ে বেশি থাকায় তাৎক্ষণিকভাবে অবতরণ সম্ভব ছিল না।

প্রায় ৯০ মিনিট ধরে বিমানটি দক্ষিণ-পূর্ব লন্ডনের অরপিংটনের আকাশে ১০,০০০ ফুট উচ্চতায় চক্কর দেয়, যাতে ইঞ্জিন জ্বালানি খরচ করে ওজন কমানো যায়। অবশেষে বিকেল ৪টা ২৮ মিনিটে বিমানটি নিরাপদে হিথ্রোতে অবতরণ করে।

এমিরেটস জানিয়েছে, যাত্রী ও ক্রু সবাই নিরাপদে অবতরণ করেছেন। যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পুনরায় বুকিং করা হবে। কোম্পানি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রায় ৫০০ যাত্রী এই বিলম্বে বিপাকে পড়েন। অনেকের ছুটির পরিকল্পনা ভেস্তে যায়। ভ্রমণ বিশেষজ্ঞ সাইমন ক্যালডার সামাজিক মাধ্যমে জানান, বিমানটি মেইডস্টোন পর্যন্ত গিয়েই ফিরে আসে এবং দীর্ঘ সময় আকাশে চক্কর দিয়ে অবশেষে নিরাপদে অবতরণ করে।

অনেক যাত্রীকে সম্ভবত হিথ্রো বিমানবন্দরের আশেপাশের হোটেলেই নতুন বছর উদযাপন করতে হয়েছে।