Home আন্তর্জাতিক শীতকালীন অলিম্পিক ২০২৬: প্রস্তুতিতে বিশ্বজুড়ে উত্তেজনা

শীতকালীন অলিম্পিক ২০২৬: প্রস্তুতিতে বিশ্বজুড়ে উত্তেজনা

ছবি: এ আই

স্পোর্টস ডেস্ক:

২০২৬ সালের শীতকালীন অলিম্পিককে সামনে রেখে বিশ্বজুড়ে ক্রীড়া অঙ্গনে এখন উত্তেজনার ঝড়। অংশগ্রহণকারী দেশগুলো একে একে তাদের দল ঘোষণা করছে। নতুন প্রতিভা, অভিজ্ঞ তারকা এবং চমকপ্রদ ক্রীড়াবিদদের নাম প্রকাশের সঙ্গে সঙ্গে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
বরফে ঢাকা পাহাড়, স্কিইং ট্র্যাক আর আইস রিঙ্কে শিগগিরই শুরু হবে প্রতিযোগিতার মহাযুদ্ধ। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আসরে প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থায় থাকবে সর্বাধুনিক আয়োজন। পরিবেশবান্ধব অবকাঠামো এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে অলিম্পিক আয়োজনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিকভাবে আয়োজক দেশ ও শহরে পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক গতি আসবে। কূটনৈতিকভাবে আন্তর্জাতিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ে অলিম্পিক হবে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আর ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের উত্থান বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় সূচনা করবে।

শীতকালীন অলিম্পিক ২০২৬ শুধু একটি ক্রীড়া আসর নয়, বরং বৈশ্বিক ঐক্য, প্রযুক্তি, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষা করছে বরফের মঞ্চে ইতিহাস গড়ার মুহূর্ত দেখার জন্য।