বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: স্মরণকালের ভয়াবহ শোকের মেঘ কাটিয়ে এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় দেশের রাজনৈতিক অঙ্গন। সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যে শোকের ছায়া নেমে এসেছিল, সেই আবেগকেই এখন গণতন্ত্র পুনরুদ্ধারের ‘প্রবল শক্তিতে’ রূপান্তর করতে শুরু করেছে বিএনপি। এক নতুন উদ্দীপনা নিয়ে নির্বাচনী ময়দানে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, বেগম জিয়ার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়েই তারা এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নেত্রীর প্রতি সাধারণ মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা জানাজায় জনসমুদ্রে প্রমাণিত হয়েছে, সেটিই হবে আসন্ন নির্বাচনে তাদের বিজয়ের মূল চাবিকাঠি।
তিনি বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর এই ত্যাগ বৃথা যাবে না। দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুসংহত করতে ঐক্যবদ্ধ।”
নির্বাচনী ময়দানে কৌশলী বিএনপি
শোকের আবহেও থেমে নেই নির্বাচনের মাঠ গোছানোর কাজ। দলীয় সূত্রে জানা গেছে: প্রার্থীদের মনোনয়নপত্র বৈধতা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে কড়া নজরদারি রাখা হচ্ছে। দলের ঐক্য ধরে রাখতে যেখানে ‘স্বতন্ত্র’ বা ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছে, সেখানে সমঝোতার কাজ চলছে দ্রুতগতিতে তারুণ্যনির্ভর এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চূড়ান্ত করা হচ্ছে নির্বাচনী ইশতেহার। প্রতীক পাওয়ার পরপরই দেশজুড়ে একযোগে জোরালো প্রচারণায় নামার পরিকল্পনা রয়েছে দলটির।
তারেক রহমানের নেতৃত্বেই আগামীর স্বপ্ন
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আবেগী কণ্ঠে জানান, মা-বাবা ও ভাইকে হারিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন জাতির কাছে এক ‘আমানত’। শোকাতুর হৃদয়েও জাতির বৃহত্তর স্বার্থে তিনি নিজেকে শক্ত রেখেছেন। সালাহউদ্দিন আহমদের মতে, বেগম জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে তাঁর রেখে যাওয়া আদর্শই এখন নেতা-কর্মীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার মৃত্যুপরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি এক ধরনের সহানুভূতি ও আবেগের সৃষ্টি হয়েছে। এই আবেগকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারলে আসন্ন সংসদ নির্বাচনে এক অভূতপূর্ব জাগরণ দেখা যেতে পারে। পাড়া-মহল্লায় এখন থেকেই ধানের শীষের সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে।
সব মিলিয়ে, শোকের কালো মেঘ সরিয়ে এক উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকেই এগুচ্ছে বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা: আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির পথ।