Home নির্বাচন শুরুতেই ধাক্কা: বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল

শুরুতেই ধাক্কা: বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল

মাহমুদুর রহমান মান্না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের রাজনীতিতে বড় ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে। হলফনামায় তথ্যের গড়মিল থাকায় নাগরিক ঐক্যের সভাপতি ও হেভিওয়েট প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান।

জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ মাহমুদুর রহমান মান্নাকে ঘিরে শিবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তার দাখিলকৃত হলফনামায় দেওয়া তথ্যের সাথে বাস্তব নথিপত্রের অসামঞ্জস্যতা বা গড়মিল পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধি ও আইন অনুযায়ী তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান মনোনয়ন বাতিলের অন্যতম কারণ হিসেবে গণ্য হয়।

জিন্নাহর স্থাবর সম্পদের হিসাব উধাও!

শুধু মান্নাই নন, একই দিনে হেভিওয়েটদের পতনের তালিকায় যোগ হয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। তবে তার বাতিলের কারণটি ছিল অনেকটা প্রশাসনিক অবহেলা। তিনি তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরমটি দাখিল করতে ব্যর্থ হয়েছেন।

এই দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার ফলে বগুড়া-২ আসনের নির্বাচনী সমীকরণ এখন পুরোপুরি অনিশ্চয়তার মুখে। শিবগঞ্জ আসনে নির্বাচনী লড়াইটা এখন অনেকটা একপাক্ষিক হয়ে যাবে কি না, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে আইন অনুযায়ী তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ে জিতে মাহমুদুর রহমান মান্না কি পারবেন ভোটের মাঠে ফিরতে?