বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের আকাশ-বাতাস এখন শ্লোগানে মুখরিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রিয় নেতাকে এক নজর দেখা এবং তার মুখে আগামীর বার্তা শোনার জন্য বুধবার মধ্যরাত থেকেই হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে ভিড় জমিয়েছেন।
শীত উপেক্ষা করে নির্ঘুম রাত
বুধবার রাত থেকেই সিলেটের তাপমাত্রা ছিল নিম্নমুখী। কিন্তু কনকনে ঠান্ডা আর মাঘের হিমেল হাওয়া দমাতে পারেনি তৃণমূলের নেতাকর্মীদের। আলিয়া মাদ্রাসা মাঠে খড়কুটো জ্বালিয়ে এবং পলিথিন বিছিয়ে হাজার হাজার নেতাকর্মী রাত কাটিয়েছেন। তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটার তৃপ্তি।
মিছিলের শহর সিলেট
রাতভর মিছিলের শব্দে কেঁপেছে আধ্যাত্মিক এই নগরী। সিলেট-৪ আসনের প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে বিশাল সব মিছিল সমাবেশস্থলে পৌঁছায়। শুধু সিলেট নয়, সুনামগঞ্জের ৫টি আসনসহ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও বাসযোগে হাজারো সমর্থক জনসভাস্থলে অবস্থান নিয়েছেন।
নেতাকে দেখার ব্যাকুলতা
গোলাপগঞ্জ থেকে আসা সমর্থক আবির হাসান বলেন, “তারেক রহমানকে সামনাসামনি দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। সে
ই টানেই এই হাড়কাঁপানো শীতের মধ্যে রাত কাটিয়েছি মাঠে। সকালের অপেক্ষায় আছি।” জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল জনসমুদ্রে পরিণত হয়েছে। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আজকের এই জনসভা এক ঐতিহাসিক নজির গড়বে।