Home আন্তর্জাতিক দক্ষিণ চীন সাগরে সিঙ্গাপুরের মালবাহী জাহাজ ডুবি

দক্ষিণ চীন সাগরে সিঙ্গাপুরের মালবাহী জাহাজ ডুবি

২ জনের মৃত্যু, ৪ জন নিখোঁজ
শিপিং ডেস্ক: দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল (Scarborough Shoal) এলাকায় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে । ‘ডেভন বে’ (Devon Bay) নামের এই আকরিক লোহা বোঝাই জাহাজটি শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখন পর্যন্ত ২ জন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৪ জন  নিখোঁজ রয়েছেন।
এই জাহাজটি নিমজ্জিত হয়েছে।
২০১৩ সালে নির্মিত এবং সিঙ্গাপুরে নিবন্ধিত জাহাজটি ২১ জন ফিলিপিনো ক্রু নিয়ে চীনের ইয়াংজিয়াং (Yangjiang) বন্দরের দিকে যাচ্ছিল। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ (MPA) জানিয়েছে, শুক্রবার ভোর রাত দেড়টার দিকে জাহাজটি বিপদে পড়ার সংকেত পাঠায়। ওই সময় জাহাজটি প্রায় ২৫ ডিগ্রি একদিকে হেলে গিয়েছিল। ফিলিপাইনের পাঙ্গাসিনান প্রদেশ থেকে ১৪১ নটিক্যাল মাইল পশ্চিমে এটি সর্বশেষ অবস্থান করছিল।
উদ্ধার অভিযান
উদ্ধার অভিযান
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই চীন এবং ফিলিপাইন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।
চীনের ভূমিকা: চীনা সামরিক বাহিনী এবং কোস্টগার্ড বিমান ও দুটি জাহাজ পাঠিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা ১৭ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়, তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে দুজন পরে মারা যান।
ফিলিপাইনের ভূমিকা: ফিলিপাইন কোস্টগার্ড (PCG) দুটি জাহাজ ও দুটি বিমান মোতায়েন করেছে। তারা হংকং মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে উদ্ধার কাজের সমন্বয় করছে।
বর্তমান অবস্থা
জাহাজটির মালিকানাধীন সংস্থা ‘কে লাইন’ (K Line) এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিখোঁজ ৪ জনকে উদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।  উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিঙ্গাপুরের MPA জানিয়েছে, জাহাজে কোনো সিঙ্গাপুরীয় নাগরিক ছিলেন না। তারা জাহাজ মালিক এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেই ‘স্কারবোরো শোল’ দক্ষিণ চীন সাগরের অন্যতম বিতর্কিত এলাকা। সার্বভৌমত্ব এবং মাছ ধরার অধিকার নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে এখানে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তবে এই মানবিক সংকটে উভয় দেশই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।