হেলথ ডেস্ক: ইংল্যান্ডের উন্নত পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হাজার হাজার পুরুষের জন্য সুসংবাদ নিয়ে এলো যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা (NHS)। ঘরে বসে সেবনযোগ্য জীবন রক্ষাকারী নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
ফাইজারের তৈরি ‘টালাজোপারিব’ (Talazoparib) নামের এই ওষুধটি এখন থেকে ব্রিটিশ রোগীদের জন্য সহজলভ্য হবে।
মূল ব্যবসায়িক ও স্বাস্থ্য তথ্য:
উৎপাদনকারী: বৈশ্বিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার (Pfizer)।
বাজারজাতকরণ: ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (NICE)-এর সবুজ সংকেত পাওয়ার পর আজ থেকেই এটি NHS-এ পাওয়া যাচ্ছে।
লক্ষ্যমাত্রা: ইংল্যান্ডের প্রায় ২,৪০০ জন পুরুষ এই চিকিৎসার আওতায় আসবেন।
ওষুধের কার্যকারিতা ও সুবিধা
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, টালাজোপারিব মূলত ক্যান্সার কোষের ডিএনএ (DNA) মেরামতের সক্ষমতা নষ্ট করে দেয়, ফলে ক্যান্সার কোষগুলো মারা যায়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি এনজালুটামাইডের সঙ্গে ব্যবহার করলে রোগীদের আয়ু গড়ে ৯ মাস পর্যন্ত বৃদ্ধি পায়।
বিশেষ করে যারা কেমোথেরাপি নিতে অক্ষম বা অন্যান্য প্রচলিত চিকিৎসায় যাদের শরীর সাড়া দিচ্ছে না, তাদের জন্য এই ট্যাবলেটটি একটি ‘লাইফলাইন’ হিসেবে কাজ করবে। এটি বাড়িতে বসেই দৈনিক একবার সেবন করা যায় বলে রোগীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজ ও নমনীয় হবে।
উদ্বেগজনক হারে বাড়ছে প্রোস্টেট ক্যান্সার
সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, প্রোস্টেট ক্যান্সার এখন যুক্তরাজ্যের সবচেয়ে সাধারণ ক্যান্সারে পরিণত হয়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৪,৪২৫ জন পুরুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
ইতিপূর্বে ব্রেস্ট ক্যান্সার তালিকার শীর্ষে থাকলেও এখন তা প্রোস্টেট ক্যান্সারের নিচে নেমে এসেছে।
NICE-এর ওষুধ মূল্যায়ন পরিচালক হেলেন নাইট বলেন, “আমরা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধপরিকর। টালাজোপারিব কেবল রোগীদের আয়ুই বাড়াবে না, বরং তাদের জীবনযাত্রার মানও উন্নত করবে।”
স্বাস্থ্য খাতের বিশ্লেষকদের মতে, ফাইজারের এই ওষুধের অনুমোদন চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস খাতেও একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।