এভিয়েশন ডেস্ক:কঙ্গোর লুয়ালাবা প্রদেশে সরকারি প্রতিনিধিদল বহনকারী একটি চার্টার্ড বিমান ল্যান্ডিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে কলোয়েজি বিমানবন্দরে অবতরণের পর বিমানটি রানওয়ে অতিক্রম করে সামনে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পেছনের অংশে আগুন ধরে যায়। তবু চমকপ্রদভাবে মন্ত্রীসহ সবাই অক্ষত থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
Airjet Angola পরিচালিত Embraer ERJ-145 মডেলের এই বিমানটিতে ছিলেন কঙ্গোর খনিজমন্ত্রী লুই ওয়াটুম কাবাম্বা এবং তার সঙ্গে থাকা প্রায় ২০ জন কর্মকর্তার দল। আগুন লাগার ঠিক পরেই তারা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ গুরুতর আহত হননি, তবে কয়েকজন ধোঁয়া শ্বাস নেওয়ায় সামান্য অসুস্থ হয়েছেন।
বিমানবন্দরের রানওয়ে 29–এ চলমান নির্মাণকাজের কারণে সম্প্রতি অ্যাপ্রোচ থ্রেশহোল্ড প্রায় ১,০০০ মিটার পিছিয়ে নেওয়া হয়েছিল। ফলে ব্যবহারযোগ্য রানওয়ের দৈর্ঘ্য কমে যায়। বিশেষজ্ঞদের ধারণা, ল্যান্ডিংয়ের সময় এ পরিস্থিতি বিমানটির থামার সক্ষমতাকে প্রভাবিত করে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সরকারি প্রতিনিধি দলটি দুর্ঘটনার আগে এলাকার একটি খনিতে ঘটে যাওয়া বড় দুর্ঘটনার পরিদর্শন শেষে রাজধানীতে ফিরছিল। দেশটির তথ্য দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘সবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে।’
দুর্ঘটনার পর রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সাময়িকভাবে ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।










