এভিয়েশন ডেস্ক: ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। শনিবার দুপুরে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিমানটি আজ রবিবার সকালে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় খুঁজে পায় উদ্ধারকারী দল। বিমানে থাকা ১১ জন আরোহীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (IAT) পরিচালিত ATR 42-500 মডেলের বিমানটি শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে রাডার থেকে বিচ্ছিন্ন হয়। বিমানটি জাভা দ্বীপের যোগিয়াকার্তা থেকে মাকাসার শহরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য। উল্লেখ্য যে, যাত্রীরা ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, যারা একটি বিশেষ দাপ্তরিক মিশনে যাচ্ছিলেন।
রবিবার ভোরে দক্ষিণ সুলাওয়েসির মাউন্ট বুলুসারাউং এলাকায় বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BASARNAS) জানিয়েছে:
প্রায় ১,০০০ উদ্ধারকর্মী বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন।
ঘন কুয়াশা এবং দুর্গম পাহাড়ী ভূপ্রকৃতির কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো অবতরণ করতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার সময় তীব্র বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ল্যান্ডিংয়ের প্রস্তুতির সময় বিমানটি তার নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সতর্কবার্তা দেওয়া হলেও তার কয়েক মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিকূল আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার মূল কারণ, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে, যা পাওয়া গেলে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্টভাবে জানা সম্ভব হবে।