Home Second Lead বিএসএএ নির্বাচন: স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

বিএসএএ নির্বাচন: স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

আপিল বিভাগে শুনানির দিন ধার্য

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের  ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রমের ওপর স্থিতাবস্থা (Status-quo) বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে বিষয়টি আগামী ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে (Full Court) শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

মামলার প্রেক্ষাপট: আদালত সূত্রে জানা যায়, বিএসএএ-র ভোটার ও বেনোশিয়ান মেরিটাইম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এই লিভ টু আপিল (নং ৫০৪১/২০২৫) দায়ের করেন।

এর আগে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ এক রিট পিটিশনের (নং ১৬৩৯৩/২০২৫) পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা প্রদান করে রায় ঘোষণা করেছিলেন। হাইকোর্টের সেই রায় এবং গত ২৪ ডিসেম্বর বিএসএএ কর্তৃক প্রকাশিত নির্বাচন সংক্রান্ত সার্কুলারের (রেফ নং: BSAA/146/2025/292) বৈধতা চ্যালেঞ্জ করে এই আবেদনটি করা হয়।

আদালতের বর্তমান নির্দেশনা:

আবেদনকারীর আইনজীবী হাসান মোহাম্মদ রিয়াদ জানান, আজ চেম্বার জজ আদালতে শুনানির পর আদালত মামলার বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে নির্বাচন পরবর্তী বোর্ড গঠন বা চূড়ান্ত ফলাফল সংক্রান্ত পরবর্তী কার্যক্রম আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।

আদালতে আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান মোহাম্মদ রিয়াদ এবং বিবাদী পক্ষে ছিলেন মো. সালাহ উদ্দিন চৌধুরী ও অন্যান্যরা।

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়। মোট ১৬১ জন ভোটারের বিপরীতে ৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।