২৫ তলা ভবনের সমান উচ্চ কন্টেইনার জাহাজের যাত্রা শুরু হচ্ছে
বিজনেসটুডে২৪ ডেস্ক:
শাংহাই, চীন: বিশ্ব জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক স্পর্শ করলো চীন। চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বুধবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ — “সুপার কার্গো কিং অব দ্য সি” এই জাহাজটির নাম CMA CGM SEINE,। জাহাজটি ২ লাখ ২০ হাজারটন পণ্যভর্তি ২৪,০০০ কন্টেইনার নিয়ে টানা ২০ হাজার নটিক্যাল মাইল ছুটতে পারবে। এখানে ১৮,৬০০ ঘনমিটার আয়তনের তেলের ট্যাংকার রয়েছে জাহাজটিতে।
এই জাহাজটি উচ্চতায় প্রায় ২৫ তলা ভবনের সমান, যা একটি সাধারণ শহুরে বিল্ডিংয়ের চেয়েও উঁচু। দৈর্ঘ্যে প্রায় ৪০০ মিটার এবং প্রস্থে ৬১ মিটার, এই দৈত্যাকার জাহাজটি বহন করতে পারবে প্রায় ২৫,০০০ কন্টেইনার — যা একটি রেকর্ড।
পর্যাপ্ত প্রযুক্তি ও পরিবেশবান্ধব ডিজাইন: জাহাজটি নির্মাণে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এতে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম, জ্বালানি দক্ষ ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন, এবং পরিবেশবান্ধব গ্রিন এক্সহস্ট ফিল্টার। এই জাহাজের কার্বন নিঃসরণ পূর্ববর্তী প্রজন্মের জাহাজের তুলনায় ২০% কম।
চীনের জাহাজ নির্মাতা সংস্থাটির এক মুখপাত্র বলেন,
“এই প্রকল্প চীনের নৌ প্রযুক্তির অগ্রগতির প্রতীক। এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও টেকসই করবে।”
বিশ্ব বাণিজ্যে নতুন গতি: বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলার উন্নয়নে এই জাহাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই জাহাজের মাধ্যমে এশিয়া-ইউরোপ ও এশিয়া-আমেরিকা রুটে মাল পরিবহন আরও সাশ্রয়ী ও সময়সাশ্রয়ী হবে।
উদ্বোধনী যাত্রা: আগামী মাসেই “সুপার কার্গো কিং অব দ্য সি” তার প্রথম বাণিজ্যিক যাত্রায় নামবে। চীনের বন্দর থেকে ইউরোপের রটারড্যাম বন্দরের উদ্দেশ্যে পাড়ি দেবে এই জাহাজ, বহন করবে ইলেকট্রনিকস, পোশাক এবং অন্যান্য শিল্পপণ্য।
বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই নৌ-দানবের অভাবনীয় সাফল্যের দিকে।